ঈশ্বরদী পৌরসভা নির্বাচন : কে হচ্ছেন আ'লীগের প্রার্থী, জানা যাবে বিকালে
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদক-
১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় দেশের ৬১ পৌরসভার মধ্যে একটি ঈশ্বরদী পৌরসভা নির্বাচন। মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ১০ জন মনোনয়ন ফরম উত্তোলন ও মনোনয়ন বোর্ডের নিকট জমা দিয়েছেন।
আজ শুক্রবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে পৌরসভায় দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করার কথা রয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যরা যোগ দেবেন। সেই সভায় চূড়ান্ত করা হবে কে হচ্ছেন আ'লীগের নৌকা প্রার্থী।
ঈশ্বরদী পৌরসভা নির্বাচন নিয়ে রয়েছে পৌর এলাকায় নানা আলোচনা-সমালোচনা। আ'লীগের নৌকার মনোনয়ন পাওয়া এখন প্রায় সোনার হরিণের মতো। তাই কে হবেন নৌকা প্রার্থী তার জন্য দলীয় নেতাকর্মীদের চোখ এখন গণভবনের মনোনয়ন বোর্ডের সভার দিকে।
কোন মন্তব্য নেই