বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের বিরোধিতার মধ্যে শুক্রবার রাতে কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুর করা হয়।
কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ ভেঙে ফেলা হয়েছে।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শনিবার (৫ নভেম্বর) রাতে ঈশ্বরদী শহরে বিক্ষোভ করেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
কলেজ রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করেন।
মিছিল থেকে ‘একটা একটা শিবির ধর/ধরে ধরে জবাই কর’, ‘বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান’ মৌলবাদের আস্থানা বাংলাদেশে হবে না’ প্রভৃতি স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
মিছিলে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবলীগ নেতা দোলন বিশ্বাস, যুবলীগ নেতা আরিফুল ইসলাম লিটন, মিলন চৌধুরী, মোশাররফ হোসেন নয়ন, শরীফ বিশ্বাস, সোহেল বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা সজিব মালিথা, ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন অবুজ প্রমূখ নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই