ঈশ্বরদীতে বিষাক্ত মদ খেয়ে যুবকের মৃত্যু
ঈশ্বরদীতে মদের বিষক্রিয়ায় সোহাগ হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে শহরের ফতেমোহাম্মদপুর লেকোসেড এলাকায় এ ঘটনা ঘটে। সোহাগ ওই এলাকার মৃত আব্দুর রব এর ছেলে, সে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে কাজ করতো।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ফতেমোহাম্মদপুর হালিমের মোড়ে বন্ধুদের সঙ্গে মদপান করে অসুস্থ্য হয়ে পড়ে সোহাগ। তাকে অচেতন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। মৃত সোহাগের পারিবারিক সূত্র জানান, রামেক হাসপাতালের চিকিৎসকরা মদের বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে জানাযা শেষে তাঁকে ফতেমোহাম্মদপুর কবরস্থানে দাফন করা হয়।
কোন মন্তব্য নেই