ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে চার প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদক-
ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার (২২ডিসেম্বর) বিকেল পর্যন্ত যাচাই বাছাই শেষে চারজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এ ছাড়া বাকী ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য ঈশ্বরদী পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলকারী ৩ জন মেয়রপ্রার্থী ও ৫০ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে আজ সোমবার। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় ১নং নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ, ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুল ইসলাম সাবু, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহিদ হোসেন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মহিদুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম ইমরুল কায়েস
রিটার্নিং অফিসার পি এম ইমরুল কায়েস বলেন, অবৈধ চারজন প্রার্থীই আপিল করার সুযোগ পাবেন। আপিলে যদি বৈধ হন তাহলে আবারো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন।
কোন মন্তব্য নেই