ঈশ্বরদী উপজেলা পরিষদ উপনির্বাচনে আ'লীগ প্রার্থী নায়েব বিশ্বাস বিপুল ভোটে জয়ী
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ নায়েব আলী বিশ্বাস নৌকা প্রতীকে ৯৭ হাজার ২১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আজমল হোসেন সুজন পেয়েছেন ২ ২ ১৭ ভোট। জাতীয় পার্টির প্রার্থী শাহেন শাহ গাউসুল আজম পেয়েছে ১০৭২ভোট।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিনভর ভোটগ্রহণ শেষে রাত ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে সহকারী রিটানিং অফিসার কায়ছার মোহাম্মদ এই ফলাফল ঘোষণা করেন। ঈশ্বরদী উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৪ হাজার ৯৭ জন। মোট ৮৪টি কেন্দ্রের ৫৬৫ টি বুথে ভোট গ্রহণ করা হয়।
কোন মন্তব্য নেই