ঈশ্বরদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শীতের পিঠাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য ঈশ্বরদীতে পিঠা উৎসব হয়েছে।
রবিবার (৬ নভেম্বর) ঈশ্বরদী ভেনাস টিচিং সেন্টারের উদ্যোগে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসবের। এখানে নানা ধরনের হাতে তৈরি পিঠার প্রদর্শন করা হয়।
সকাল ৯টায় পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান।
ভেনাস টিচিং সেন্টারের উপদেষ্টা ও সংগঠক আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, পাবনা জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেনাস টিচিং সেন্টারের পরিচালক মশিউর রহমান।
অতিথিবৃন্দ তাদের বক্তব্য বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ ধরনের পিঠা উৎসবে এসে বিভিন্ন ধরনের পিঠা দেখে ভালো লেগেছে। এ আয়োজনের ফলে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে পরিচিত হচ্ছে। আর এ ধরনের আয়োজন আরো বেশি বেশি হলে পিঠার এ ঐতিহ্যকে ধরে রাখা সম্ভব হবে।
কোন মন্তব্য নেই