ঈশ্বরদীর সাঁড়া গোপালপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
ঈশ্বরদীর সাঁড়া গোপালপুর বিলপাড়ায় ব্যাটমিন্টন প্রতিযোগিতা ফাইনাল খেলা শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপকমিটির সদস্য রফিকুল ইসলাম লিটন, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি ও আ'লীগ নেতা শফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা আ'লীগের সহ-সভাপতি ফরিদুল আলম, পৌর আ'লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মুরাদ মালিথা, লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক মোল্লা প্রমূখ।

৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রোকনুজ্জামান ডিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মিলন চৌধুরী, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সজিব মালিথা, স্থানীয় আ'লীগ নেতা সবুর হোসেন সূর্য প্রামানিক, ফখরুল ইসলাম মনি, বাচ্চু প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩নং ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন।
কোন মন্তব্য নেই