আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সঙ্গে ঈশ্বরদীস্থ বিএসআরআই’র কর্মচারী সমিতির মতবিনিময়
ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথার সঙ্গে মতবিনিময় করেছেন (বিএসআরআই)’র কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।
রবিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় বিএসআরআই প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএসআরআই’র মহাপরিচালক ড. আমজাদ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপকমিটির সদস্য রফিকুল ইসলাম লিটন, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি ও আ'লীগ নেতা শফিকুল ইসলাম বাচ্চু, বিএসআরআই’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সমজিত কুমার পাল, বৈজ্ঞানিক কর্মকর্তা কুয়াশা মাহমুদ, ঈশ্বরদী উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মুরাদ মালিথা, ঈশ্বরদী উপজেলা আ’লীগের সহ-সভাপতি ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনোসহ বিএসআরআই’র বৈজ্ঞানিক, কর্মচারী ও শ্রমিকলীগের সদস্য ও নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই