ঈশ্বরদীর শৈলপাড়ায় আইপিএম কৃষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
ঈশ্বরদীর শৈলপাড়া আইপিএম কৃষক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার (২ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা।
শৈলপাড়া আইপিএম কৃষক সমবায় সমিতির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি ও আ’লীগ নেতা শফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বীরু, ফিরোজুল ইসলাম জুয়েল, সাঁড়া ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার, লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক মোল্লা প্রমুখ।
কোন মন্তব্য নেই