পাখা প্রতীকের মেয়র প্রার্থীর ঈশ্বরদী বাজার ও স্টেশন রোডে গণসংযোগ
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মাসুম বিল্লাহ শহরের স্টেশন রোড ও ঈশ্বরদী বাজারের বিভিন্ন মার্কেট-বিপনী বিতানে গণসংযাগ করেন। এসময় তিনি ব্যবসায়ীদের নিকট ভোট ও দোয়া চান।
রবিবার (৩ জানুয়ারি) হাতপাখা প্রতীকের গণসংযোগকালে মেয়র প্রার্থী মাসুম বিল্লাহ’র সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ইকবাল আহমেদ বাবু , সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, যুগ্ন সম্পাদক মোঃ মহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ বাদল হোসেন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইনসহ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ দলীয় অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই