ঈশ্বরদীতে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থীর সঙ্গে কৃষক উন্নয়ন সোসাইটির নেতৃবৃন্দের মতবিনিময়
ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইছাহক আলী মালিথার সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির নেতৃবৃন্দ।
শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১১ টায় শহরের কলেজ রোডের মালিথা মোড়ে ইছাহক আলী মালিথার নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাতীয় বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ।
প্রধান অতিথির বক্তব্য আ’লীগের মেয়র প্রার্থী ইছাহক আলী মালিথা নিজেকে কৃষক পরিবারের সন্তান হিসেবে পরিচয় দিয়ে বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন। কৃষিকে আধুনিকায়ন করতে আধুনিক কৃষি যন্ত্রপাতি কৃষকদের স্বল্প ও বিনামূল্য বিতরণ করছেন। সার ও বীজ কৃষকদের বিনামূল্যে দিচ্ছেন। তিনি আরো বলেন, আমি গর্বিত দেশের জাতীয় ও বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত অধিকাংশ কৃষক আমাদের ঈশ্বরদী উপজেলার। কৃষিতে আমাদের প্রিয় ঈশ্বরদী দেশের অন্যতম শ্রেষ্ঠ এলাকা হিসেবে সুখ্যাতি অর্জন করেছে। আমি অতীতেও সবসময় কৃষকদের সঙ্গে ছিলাম। আগামীতে জনগণের ভোটে মেয়র নির্বাচিত হলে কৃষকদের উন্নয়নে আরো বেশি কাজ করার সুযোগ পাবো। আপনারা সবাই আগামী ১৬ জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সহযোগিতা করবেন।
বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সাংগঠনিক সম্পাদক আব্দুল বারীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়েক (অবঃ) এম এ কাদের, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক আবুল হাসেম, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির পাবনা জেলা শাখার সভাপতি রেজাউল করিম প্রাং, সাধারণ সম্পাদক মেহেদি হাসান, কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম জবান, মহিলা বিষয়ক সম্পাদক বেলি বেগম, কৃষি বিষয়ক সম্পাদক জাহিদুর রহমান জাহিদ, কৃষক নেতা আলহাজ্ব রবিউল ইসলাম সরদার, ওয়াজেদ আলী, তাহের আলী, রেজাউল করিম জিন্না প্রমূখ।
কোন মন্তব্য নেই