আজ ঈশ্বরদী পৌরসভা নির্বাচন, ১৯ কেন্দ্রে ভোটগ্রহণ হবে ব্যালটে
অপুর্ব চৌধুরী/ইতিহাস টুয়েন্টিফোর-
পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপে ঈশ্বরদী পৌরসভায় মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোটগ্রহণের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌর এলাকার মোট ১৯টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারে ভোট নেওয়া হবে।
শুক্রবার দিবাগর রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২ টা পর্যন্ত পৌর এলাকায় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন।
করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্য বিধি মেনেই ভোটের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি বলেন, “ভোটের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
কোন মন্তব্য নেই