ঈশ্বরদীতে আবু বক্কর মেমোরিয়ালের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
আবু বক্কর মেমোরিয়াল লাইব্রেরীর পক্ষ হতে শনিবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টায় ঈশ্বরদীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের অডিটরিয়ামে ৩০০ ছিন্নমুল অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি। সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. আরিফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মুরাদ আলী মালিথা, পাবনা জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ সেখ নাসির উদ্দিন।
উল্লেখ্য কৃষিবিদ ড.আরিফুর রহমানের উদ্যোগে তার পিতার নামে আবু বকর মেমোরিয়াল প্রতিষ্ঠিত ।
কোন মন্তব্য নেই