পাবনা পৌরসভা নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী শরীফ প্রধান মেয়র নির্বাচিত
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র প্রার্থী) মোঃ শরীফ উদ্দিন ২৭৯৬৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনি পেয়েছেন ২৭৮৪৭ ভোট। পাবনা সদর নির্বাচন অফিসার কায়ছার মোহাম্মদ ভোট গণণা শেষে মোঃ শরীফ উদ্দিন প্রধানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী নুর মোহাম্মদ মাছুম বগা পেয়েছেন ৭৫০৪ ভোট, জাতীয় পাটির প্রার্থী চৌধুরী মোহাম্মদ মাহাবুবুল হক পেয়েছেন ২৭৬ ভোট, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী আবু বক্কর সিদ্দিক পেয়েছেন ১৬৫৯ ভোট।
৩০ জানুয়ারি (শনিবার) সকাল ৮ থেকে বিকাল ৪টা পযন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রশাসনের হস্তক্ষেপে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কোন মন্তব্য নেই