ঈশ্বরদীতে হেরোইন,ইয়াবা ও মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সজিব প্রামানিক (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় সজিবরে সহযোগী মিঠুন মিয়া পালিয়ে যায়। পুলিশ তাদের কাছে থেকে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট, ০৫(পাঁচ)গ্রাম হেরোইন ও একটি কালো রং এর freedom Runner-F100-6A মোটরসাইকেল উদ্ধার করেন।
২৭ জানুয়ারি গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন। আটককৃত সজিব প্রমানিক আওতাপাড়া গ্রামের মৃত মোজ্জামেল হক মাজুর ছেলে। সজিব প্রমানিকের সহযোগী মিঠুন চর রূপপুর গ্রামের আতু মালিথার ছেলে। এদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই