ঈশ্বরদী রেলগেইট (লেভেল ক্রসিং) আজ শুক্রবার রাতে ৯ ঘন্টা বন্ধ থাকবে
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
২৯ জানুয়ারি (শুক্রবার) রাত ৯ টা থেকে ৩০ জানুয়ারি (শনিবার) সকাল ৬টা পর্যন্ত ৯ ঘন্টা ঈশ্বরদী রেলগেট বন্ধ থাকবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সিগন্যালিংসহ রেললাইন সংস্কার ও নির্মাণ শীর্ষক প্রকল্প এর আওতায় ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাসটার্মিনাল সংলগ্ন রেলগেট (লেভেল ক্রসিং গেইট টি/৩৭) রেলওয়ে ট্র্যাক রক্ষনাবেক্ষণ ডুয়েল গেজ ডাবল চেক রেল স্থাপনের জন্য অতিব্যস্ততম এই রাস্তাটি বন্ধ থাকবে। এই সড়ক দিয়ে যাতায়াতকারী যানবাহন বিকল্প সড়ক দিয়ে চলাচলের জন্য আইন শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেছেন পাকশী বিভাগীয় সদরদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম।
কোন মন্তব্য নেই