ঈশ্বরদী পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব হস্তান্তর ও দায়িত্বগ্রহণ মঙ্গলবার
ক্যাপশনঃ নবনির্বাচিত মেয়র ইছাহক আলী মালিথা ও বিদায়ী মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
ঈশ্বরদী পৌরসভার বর্তমান পৌর পরিষদের দায়িত্বভার হস্তান্তর ও নবনির্বাচিত মেয়র ইছাহক আলী মালিথা ও নবনির্বাচিত কাউন্সিলরদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।
ওই দিন সকাল ১১টায় পৌরসভা চত্বরে আয়োজিত দায়িত্বভার হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।
দায়িত্বভার হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বিদায়ী মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
কোন মন্তব্য নেই