ঈশ্বরদীতে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
আন্তজার্তিক মাতৃভাষা দিবস ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
২১ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মঞ্জুর রহমান বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল খালেক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোহাম্মদ রশীদুল্লাহ, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, বীরমুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, পরিবার পরিকল্পনা অফিসার দিলারা জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক শিক্ষা অফিসার আরিফুল ইসলাম।
কোন মন্তব্য নেই