ঈশ্বরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলদের শপথ আজ
ঈশ্বরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র ইছাহক আলী মালিথা ও কাউন্সিলদের শপথ গ্রহণ আজ।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় রাজশাহী শিল্পকলা একাডেমী মিলনায়তনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করাবেন রাজশাহী বিভাগীয় কমিশনার।
ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল হক ইতিহাস টুয়েন্টিফোরকে জানান, নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ সংক্রান্ত একটি পত্র পেয়েছি। আজ ৮ ফেব্রুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠিত। শপথ গ্রহণের পর ক্ষমতা হস্তান্তরের দিনক্ষণ নির্ধারণ করা হবে।
এদিকে, নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করতে ঈশ্বরদী থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নবনির্বাচিত মেয়র ইছাহক আলী মালিথার শপথ গ্রহণ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিবেন।
উল্লেখ্য, ১৬ জানুয়ারি ঈশ্বরদী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় । এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ইছাহক আলী মালিথা বিপুল ভোটে বিজয়ী হন। এছাড়াও পৌরসভার নির্বাচনে ৯জন কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর বিজয়ী হন।
কোন মন্তব্য নেই