ঈশ্বরদীতে ট্রেন যাত্রীর নিকট থেকে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
ঈশ্বরদী রেল স্টেশনে আল-আমিন নামে (১৯) এক ট্রেন যাত্রীর ব্যাগ তল্লাশী করে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।আটককৃত আল-আমিন চুয়াডাঙ্গা জেলার দর্শনার রাঙ্গের পোতা ইউনিয়নের সিংনগর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
রবিবার (২১ ফেরুয়ারি) বিকেল পৌনে ৫ টায় ঈশ্বরদী রেল স্টেশনে রাজশাহী অভিমুথে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন থেকে প্লাটফর্মে নামে মাদক ব্যবসায়ী আল-আমিন।তার গতিবিধি সন্দেহ মনে হলে রেলওয়ে পুলিশ তাঁর ব্যাগ তল্লাশী করে গাজা উদ্ধার করে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) গোপাল চন্দ্র কর্মকার জানান, ঈশ্বরদী স্টেশনের ২ নং প্লাটফর্ম থেকে ১কেজি ৯০০ গ্রাম গাঁজা সহ আল-আমীনকে পুলিশ আটক করে। আল-আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই