ঈশ্বরদীতে অজ্ঞাত ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন।
জানা যায়, বুধবার সকালে শহরের সরকারি রেলওয়ে নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যাক্তির মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আসমা খান জানান, অসুস্থ ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তির সময় কোন পরিচয় জানা যায়নি। রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
কোন মন্তব্য নেই