পাবনায় নায়িকা র্দশনার আবিরে রঙিন হলেন শাকিব খান!
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
জন্মদিনেও ‘অন্তরাত্মা’ ছবির শুটিং করছেন ঢাকাই ছবির র্শীষ নায়ক শাকিব খান আছেন পাবনায়। এই ছবির শুটিং স্পটেই রবিবার (২৮ র্মাচ) হঠাৎ তাকে আবির মেখে রাঙিয়ে দিলেন নায়িকা র্দশনা! কিছু বুঝে উঠার আগেই লাল, নীল, হলুদসহ হরেক রঙে রঙিন হয়ে উঠেন শাকিব। গায়ের পাঞ্জাবি দেখে বোঝার উপায় নেই, একটু আগেও এটা ছিলো ধবধবে সাদা! নায়ক প্রথমে কিছু বুঝতে পারছিলেন না।
না বুঝে নায়কও আবির হাতে নিয়ে মেখে দিলেন নায়িকাকে! এরপরই সারা শুটিং ফ্লোরে হইহুল্লোড় পড়ে যায়। শুরু হয় একে অপরকে আবির মেখে দেওয়ার প্রতিযোগিতা! কিছুক্ষণ পর জানা গেলো আসল ঘটনা। সনাতনী হিন্দু র্ধমের দোল র্পূণিমা। এই তিথিতে বৃন্দাবনে রাধা-কৃষ্ণ একসঙ্গে হোলি খেলে রঙিন হয়ে উঠেছিলেন। হিন্দু র্ধমালম্বীদের বিশ্বাস এই র্পূণিমাতে সামান্য কিছু পূজা র্অচনা তাদের জীবনে শুভ ফল আনবে। এমন শুভ দিনে শুটিংয়ের ফাঁকে নায়িকা র্দশনা তাই এ পরিকল্পনা এঁটেছিলেন নায়ককে জন্মদিনে আবিরে রাঙাতে।
এই দিনে শুটিংয়ের শেষে এসে ছবিটির প্রযোজক সোহানী হোসেন ও পরিচালক ওয়াজেদ আলী সুমন নায়ককে দ্বিতীয়বারের মতো চমকে দিতে যখন জন্মদিনের কেক কাটেন এ সুযোগটাই কাজে লাগান নায়িকা। সবার মাঝে শাকিবের গালে জামায় মেখে দেন বাহারি রং। শাকিব খান এদিন ৪২ বছরে পা রাখলেন! বিশেষ এ দিনটি ঢাকায় থাকা হয়নি ‘কিং খান’ এর। আছেন পাবনা সদরে। এখানে আসন্ন ঈদের সিনেমা
‘অন্তরাত্মা’র শুটিং করছেন। সোহানী হোসেনের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। জন্মদিন উপলক্ষে প্রযোজক সোহানী হোসেন বিশেষ চমক দেন শাকিব খানকে, যা এ নায়ক কখনও ভুলবেন না বলে জানিয়েছেন। জন্মদিনের প্রথম প্রহরে অন্তরাত্মার প্রযোজক ও কাহিনীকার সোহানী হোসেন রাত ১২ টা ১ মিনিটে দুটি হাতি ও ব্যান্ডর্পাটি, সমগ্র রির্সোটে আলোকসজ্জা ও শাকিবের ব্যানার দিয়ে মোড়িয়ে দিয়ে চমকে দেন। বিরাট জাঁকজমকর্পূণ আয়োজনে শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কেক কাটেন। যা দেখে শাকিব খান বিস্মিত হন।
পরে রবিবার রাতে আবার ও গেটটুগেদার আয়োজন করেন।
কোন মন্তব্য নেই