ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
পাকশী ফাড়ির পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ মনিরুল ইসলাম মনির (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ১২টায় ফাড়ির পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে নতুনহাট গোলচত্বর হতে ৫০ পিচ ইয়াবাসহ মনিরুল ইসলাম মনির (৩৭)কে আটক করে।
পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, মনির সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামের আব্দুর রশীদের পুত্র। মনিরের মোটর সাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হলে প্যান্টের পকেটে এই ইয়াবা পাওয়া যায়। এসময় তার ফ্রিডম মোটর সাইকেলটিও আটক করা হয়। মামুনের বিরুদ্ধে আগে অস্ত্র মামলা ও দ্রুত বিচার আইনে দুটি মামলা রয়েছে।
ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই