ঈশ্বরদীতে ২৫০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
ঈশ্বরদীতে ২৫০ পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। র্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি অভিযানিক দল তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী ঈশ্বরদী পৌর এলাকার ফতেমোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে মোহাম্মদ আলী (৫০)।
সূত্র জানায়, র্যাব-১২, সিপিসি-২ পাবনা র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে মঙ্গলবার (২ মার্চ) দুপুরে ফতেমোহাম্মদপুর এলাকায় অভিযান চালায়। সে সময় মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীর কাছ থেকে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ আলীর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে বলে জানা যায়।
কোন মন্তব্য নেই