মুলাডুলি ইউনিয়নে রুপসী বাংলা নবীন সংঘের উদ্যোগে ফাইনাল খেলা অনুষ্ঠিত
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
ঈশ্বরদী উপজেলা মূলাডুলি ইউনিয়ন পতিরাজপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রুপসী বাংলা নবীন সংঘের উদ্যোগে ৫ম বার্ষিকী নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক মালিথার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুজিব বাহিনীর আঞ্চলিক প্রধান পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসাহক আলী মালিথা,মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মালিথা।এর আগে ফাইনাল খেলার উদ্ভোধন করেন যুবলীগ নেতা ও ঈশ্বরদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির যুগ্ন আহ্বায়ক তৌহিদুজ্জামান বিশ্বাস দোলন।এছাড়া আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা কৃষকলীগের যুগ্ন আহ্বায়ক মুরাদ আলী মালিথা, সাবেক পৌর যুবলীগের যুগ্ন সম্পাদক মোশারফ হোসেন নয়ন, জুয়েল রানা, সাবেক ঈশ্বরদী পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমজাদ হোসেন অবুঝ, যুবলীগ নেতা আকমল হোসেন, রাজন মায়নুল, সম্রাট, রকি, আব্দুস সাত্তার, আনিস, ছাত্রলীগ নেতা আশিক হায়দার বিশাল সহ প্রমুখ। শুক্রবার (১৯মার্চ) রাত ৮ টায় মুলাডুলি পতিরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ঈশ্বরদী ফুটবল ক্লাব ২ গোলে ডুবলাচরা পোল্ট্রি ফার্ম ক্লাবকে পরাজিত করে।প্রধান অতিথি সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস বলেন, রুপসী বাংলা নবীন সংঘ উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজনের মধ্য দিয়ে আজ পতিরাজপুরবাসীর মিলন মেলা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে।
তিনি আরও বলেন, অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে। এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে।
খেলাটি সঞ্চলনা করেন মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জাহিদ হোসেন তারা মালিথা এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রুপসী বাংলা নবীন সংঘ ক্লাবের আহ্বায়ক ও যুবলীগ নেতা মিজান মালিথা।
কোন মন্তব্য নেই