ঈশ্বরদীতে চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাৎ, দুই প্রতারক আটক
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
চাকরি প্রত্যাশীদের টার্গেট করে প্রতারণার জাল বিছিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের দুুই সদস্যকে আটক করেছে রুপপুর পুলিশ ফাঁড়ি পুলিশ।
জানা গেছে, পাকশী ইউনিয়নের চর রূপপুর জিগাতলা গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়ী ভাড়া নিয়ে অনিক এন্টারপ্রাইজের লিঃ নামক কোম্পানি। তারা পাবনায় সৌর বিদ্যুৎ কেন্দ্রে ভাল বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল।
ভুক্তভোগীদের অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২২ মার্চ) দুপুরে আব্দুল কুদ্দুসের বাড়ীতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করে রুপপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আটককৃত প্রতারক চক্রের সদস্যরা পাবনা জেলার চাটমােহর থানার চর ভবানীপুর সাহাপুর গ্রামের (বর্তমান পাবনা সদর থানার কাচারীপাড়ার) বাসিন্দা ইয়াজ উদ্দিনের ছেলে ময়নুল ইসলাম ( ৫০ ) ও ময়নুল ইসলামের ছেলে জায়েদ বিন সিয়াম ( ২৫ )।
এ বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে আটককৃত দুই আসামী ও পলাতক আসামী পাবনা জেলার চাটমোহর থানার রমিনগর গ্রামের জব্বার মােল্লার ছেলে সানোয়ার হােসেন ( ৫৫ ) সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।
আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
কোন মন্তব্য নেই