ঈশ্বরদী পৌর শ্মশানে অনুষ্ঠিত হচ্ছে দুইদিন ব্যাপী হর-মুন্ড মালিনী উৎসব

ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
ঈশ্বরদী পৌর শ্মশানে দুই দিন ব্যাপী হর-মুন্ড মালিনী উৎসব অনুষ্ঠিত হচ্ছে। শ্মশানের বর্ষ পূর্তি উপলক্ষ্যে বিগত বছর গুলোর মতো এবারেও বাংলাদেশের একমাত্র ঈশ্বরদীতে এই হর-মুন্ড মালিনী উৎসবে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষের সমাগম হয়।
শুক্রবার (১২ মার্চ ) সকাল ১১টায় শিব চতুর্দ্দশীতে শ্মশানের শিব মন্দিরে ভোলানাথের মাথায় ফুল-বেলপাতা সহকারে জল ঢালার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

শুক্রবার দুপুরে শুরু হয় ভক্ত সেবা। হাজার হাজার ভক্ত প্রসাদ গ্রহন করেন।
হরমু্ন্ডমালিনী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস।বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী।
পৌর শশ্মান কমিটির সভাপতি অধ্যাপক উদয়নাথ লাহেড়ির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কুমার কুন্ডু’র পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সিরাজ বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা উদযাপন পরিষদের সভাপতি সুনিল চক্রবতী, সহ-সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস, মিলন কর্মকার, দীপু রায়, কোষাধ্যক্ষ্য মাধব চন্দ্র পাল, উপদেষ্ঠা নিলু রঞ্জন সরকার, সুভাস পাল,অপূর্ব চৌধুরী,বিমল চৌধুরী, কার্তিক কর্মকার, সুমন সাহা প্রমূখসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত হয়ে এ অনুষ্ঠানের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
কোন মন্তব্য নেই