বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ফ্ল্যাট থেকে গৃহকর্মীর মরাদেহ উদ্ধার
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
রাজধানীর পল্টনে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের বাসা থেকে লিপি বেগম (৩৩) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে পল্টন ইস্টার্ন রেইনবোর বাসায় যাই। পরে ১৫ তলার ফ্ল্যাটের বাথরুমের দরজা ভেঙে কাপড় রাখার স্ট্যান্ডের সঙ্গে ওড়নায় ঝুলন্ত মরদেহ দেখতে পাই।
এসআই আরও জানান, মৃত লিজা বাংলাদেশ ব্যাংকের শাহ নেওয়াজ মুরাদের বাসায় ছয় মাস ধরে গৃহকর্মীর কাজ করতেন। নিহতের বাড়ি সন্দ্বীপে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
কোন মন্তব্য নেই