ঈশ্বরদীতে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে ঈশ্বরদীর মানুষ।
১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঈশ্বরদী উপজো প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকাল ৭টায় সকাল আ’লীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ,কালো পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না, প্রকৌশলী কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মিন্টু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের মাহজেবিন শিরিণ পিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা কৃষক লীগের আহবায়ক ফজলুর রহমান মালিথা, যুগ্ম আহবায়ক মুরাদ মালিথা, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক সজিব মালিথা, ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস প্রমূখ নেতৃবৃন্দ।
এদিকে, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ঈশ্বরদী থানা পুলিশ, ঈশ্বরদী পৌরসভার উদ্যোগে সকাল সাড়ে ৯টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পণ, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস । বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।