করোনা পরিস্থিতিতে দফায় দফায় স্থগিত হয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা নতুন সময়সূচি অনুযায়ী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে ১৭ আগস্ট পর্যন্ত।
ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমবিবিএস ফাইনাল প্রফেশনালের নভেম্বর ২০২০ সালের নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ সালের পুরোনো সিলেবাসের লিখিত পরীক্ষা আগস্ট মাসে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা কবে
৮ আগস্ট থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষা ১৭ আগস্ট পর্যন্ত চলবে। প্রতিটি মেডিকেল কলেজের পরীক্ষা তাদের নিজ নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হবে বেলা ১টায়। এ ছাড়া অবজেকটিভ স্ট্রাকচারড প্র্যাকটিক্যাল পরীক্ষা ২১ আগস্ট এবং ওরাল ও ব্যবহারিক পরীক্ষা ৩১ আগস্ট থেকে শুরু হবে।
এর আগে গত ২৬ জুন করোনা সংক্রমণ রোধে সারা দেশে কঠোর বিধিনিষেধের কারণে ঢাবির এমবিবিএস ফাইনাল প্রফেশনালের নভেম্বর ২০২০ সালের নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ সালের পুরাতন সিলেবাসের লিখিত পরীক্ষা ১৪ দিনের জন্য স্থগিত করা হয়েছিল।