ঢাকায় করোনার নতুন ধরন ‘ল্যাম্বডা’ শনাক্ত » Itihas24.com
ঈশ্বরদী২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঢাকায় করোনার নতুন ধরন ‘ল্যাম্বডা’ শনাক্ত

বিশেষ প্রতিবেদক
আগস্ট ১৬, ২০২১ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

এবার ঢাকায় করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ‘ল্যাম্বডা’ শনাক্ত হয়েছে। রাজধানীতে ৪৯ বছর বয়সী একজন নারীর নমুনা সিকোয়েন্সিং করে পেরুর এ ধরনটির উপস্থিতি পাওয়া গেছে।
জানা গেছে, বিশ্বের ২৮টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া পেরুর এ ধরনটি মার্চ মাসে সংগ্রহ করা এক নমুনায় শনাক্ত হয়েছে। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) থেকে এসব তথ্য জানা গেছে।

জিনোম সিকোয়েন্সের তথ্য আপলোড করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। বিসিএসআইআর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ জিনোম সিকোয়েন্স করেছে।

উল্লেখ্য, গত বছর মার্চে দেশে করোনা শনাক্ত হয়। এরপর থেকেই করোনাভাইরাসের যুক্তরাজ্য ধরন ও দক্ষিণ আফ্রিকা ধরন ছড়িয়ে পড়তে শুরু করে। এরপর এ বছর ৮ মে শনাক্ত হয় ডেল্টা ভ্যারিয়েন্ট বা ভারতীয় ধরন। বর্তমানে দেশের বেশিরভাগ মানুষই এ ধরনটিতে আক্রান্ত।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads