রেজিস্ট্রেশনের মাধ্যমেই সবাইকে টিকা নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী » Itihas24.com
ঈশ্বরদী২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

রেজিস্ট্রেশনের মাধ্যমেই সবাইকে টিকা নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
আগস্ট ২৩, ২০২১ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

রেজিস্ট্রেশনের মাধ্যমেই সবাইকে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানিয়েছেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আপাতত করোনার গণটিকা কার্যক্রম চালু করা হচ্ছে না।

জাহিদ মালেক বলেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে দেশের ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে।

তিনি আরো বলেন, সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাবো। এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ লাখ ডোজ টিকা আসবে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads