পাবনায় দ্রুত বাড়ছে নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল » Itihas24.com
ঈশ্বরদী২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

পাবনায় দ্রুত বাড়ছে নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২১ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

টানা বর্ষণ আর উজানের ঢলে পাবনায় পদ্মা ও যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়ে এবং পদ্মার পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার অভ্যন্তরীণ ইছামতি, হুরাসাগর, গুমানি, চলনবিলসহ বেশ কিছু নদ-নদীর পানিও বেড়েছে।

স্থানীরা জানান, জেলায় পদ্মা ও যমুনার তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দি হাজারও মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি। তবে পদ্মায় ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোটের মাধ্যমে যাত্রী পারাপার এখনো চালু রয়েছে।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ জানান, উপজেলার সাঁড়া, পাকশী, লক্ষ্মীকুন্ডা এলাকার নদী তীরবর্তী বিভিন্ন এলাকার সবজিক্ষেত তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে পাবনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী পরিচালক মোশারফ হোসেন বলেন, যমুনা নদীর পানি নগরবাড়ি পয়েন্টে বিপদ সীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আর পদ্মা নদীর পানি পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে এবং বড়াল নদীর পানি বড়াল ব্রিজ পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads