ঈশ্বরদীতে সাপের কামড়ে সাগর (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত সাগর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া নতুনপাড়া এলাকার গোলাম মূর্তজা ড্রাইভারের ছেলে। মঙ্গলবার গভীর রাতে শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় তাঁকে বিষাক্ত সাপ কামড় দেয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন সাগর। রাত সাড়ে ১২টায় বিষাক্ত সাপ কাপড় দিলে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে সাপে ভ্যাকসিন না থাকায় সাগরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিনে কর্তব্যরত চিকিৎসকরা। স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সাগরকে বের করে রাজশাহী নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় সে মারা যায়।