২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হয়নি : আয়োজক কমিটি » Itihas24.com
ঈশ্বরদী২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হয়নি : আয়োজক কমিটি

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৪, ২০২১ ১২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কবে নাগাদ ভর্তি পরীক্ষা আয়োজন করা যাবে সেটি বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকের পর জানানো যাবে। লকডাউন তুলে নেয়া হলেও করোনা সংক্রমণ এখনো কমেনি। ফলে কবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন করা যাবে সে বিষয়ে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে সাংবাদিকদের এসব কথা জানান গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভর্তি পরীক্ষা সংক্রান্ত একাধিক গ্রুপে আগামী অক্টোবর মাসে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি অনুষ্ঠিত হবে বলে খবর প্রচার করা হয়। এতে দেশের একটি বেসরকারি টেলিভিশনের সূত্র ব্যবহার করেছেন শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, অক্টোবরে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে সেটি আমার জানা নেই। কেউ যদি এমন বলে থাকে তাহলে সেটি তার নিজ দায়িত্বে বলতে হবে। সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয় পরিষদের সাথে বৈঠকের আগে ভর্তি পরীক্ষা কবে হবে সেটি বলা যাবে না।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে স্বাভাবিকভাবে পুরোনো বিশ্ববিদ্যালয়গুলো প্রাধান্য পায়। তাদের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ঢাবির ভর্তি পরীক্ষা শেষ হবে অক্টোবরের শেষ দিকে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হবে নভেম্বরে। এছাড়া বুয়েট, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করাও বাকি। এই বিশ্ববিদ্যালিয়গুলোর আগে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে বলে মনে হয় না।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads