ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঢাকাশনিবার , ২৮ আগস্ট ২০২১

ঈশ্বরদীতে ৫৫ পিস মাদকদ্রব্য ইয়াবাসহ আটক ১

ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২১ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে ৫৫ পিস মাদকদ্রব্য ইয়াবাসহ ইমন আহম্মেদ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রূপপুর পুলিশ ফাঁড়ি।

আটককৃত আসামী ইমন ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুল ইসলামের নেতৃত্বে এএসআই ইউসুফ আলী, কনস্টেবল সাদ্দাম ও কনস্টেবল মোক্তার হোসেন ডিউটিরত অবস্থায় শনিবার (২৮ শে আগস্ট) বিকাল ৫.৩০ মিনিটের সময় ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ইমনকে আটক করতে সক্ষম হয়। এসময় তার শরীর তল্লাশি করে মাদকদ্রব্য ৫৫ পিস ইয়াবা পাওয়া যায়।

রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুল ইসলাম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধ ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।

error: Please Stop!!You can not copy this content becuase this site content is under protection. Thank You Itihas24 Developer Team