দুই মাস পর করোনায় সর্বনিম্ন মৃত্যু » Itihas24.com
ঈশ্বরদী২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

দুই মাস পর করোনায় সর্বনিম্ন মৃত্যু

বিশেষ প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২১ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৮০ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা গত ৬৩ দিনের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৯২৬ জনে।

এর আগে গত ২৬ জুন ৭৭ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর পরের দিন ১১৯ জনের মৃত্যুর তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় মৃত ৮০ জনের মধ্যে পুরুষ ৪১ জন ও নারী ৩৯ জন। এদের মধ্যে হাসপাতালে ৭৮ জন ও বাড়িতে দুইজনের মৃত্যু হয়।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৪৩৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনে।

শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সারাদেশে সরকারি-বেসরকারি ৭৮৮টি ল্যাবরেটরিতে ২৪ হাজার ৬৫২ নমুনা সংগ্রহ ও ২৫ হাজার ১২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৮৮ লাখ ৪১ হাজার ৪৭২টি।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads