ঈশ্বরদী প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন » Itihas24.com
ঈশ্বরদী২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদী প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩১, ২০২১ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

 

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন ঈশ্বরদী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ৩১ আগস্ট (মঙ্গলবার) দুপুর ২টায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন পাবনা জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম খান শফিক।
আলো জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী ডাঃ শফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন পাবনা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হারুন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক সাইদুর রশিদ খান পিন্টু, প্রচার সম্পাদক মিজানুর রহমান শরিফ, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ পলাশ, নির্বাহী সদস্য শিমুল বিশ্বাস, নির্বাহী সদস্য আব্দুল জব্বার, ঈশ্বরদী ইসলামী কমিউনিটি ক্লিনিকের পরিচালক একে আজাদ, মা ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশনের পরিচালক জসিম উদ্দিন খান মতিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈশ্বরদী পেইন এন্ড প্যারালাইসিস থেরাপী সেন্টারের স্বত্বাধিকারী আতাউর রহমান বাবলু।
আলোচনা সভা শেষে আলো জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী ডাঃ শফিকুল ইসলাম শামীম সভাপতি ও রূপসী বাংলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী শিমুল বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি হাসিনুর রহমান সেলিম, সহ-সভাপতি আতাউর রহমান বাবলু, সহ-সাধারণ সম্পাদক হোসনে আরা জলি, সাংগঠনিক সম্পাদক একে এম ওহাব (রানা), সহ- সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান মতিন, অর্থ সম্পাদক এলাহী বক্স, প্রচার সম্পাদক উজ্জ্বল হোসেন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কার্যকরী সদস্য একে আজাদ, নুরুল ইসলাম, বাবুল আক্তার, মোঃ রূপক, জাহাঙ্গীর আলম।
এছাড়াও ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন ডাঃ আসমা খান, ডাঃ মাহাবুবুর রহমান, ডাঃ সাইদুল ইসলাম, ডাঃ মনিরুজ্জামান (মানিক), ডাঃ কে.সি. দত্ত, ডাঃ আঞ্জুমান আরা ডানা, ডাঃ সাঈদ হাসান জামী।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads