৫ কবরের মাটি খোঁড়া, তিনটিতে নেই লাশ - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঈশ্বরদীশুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১


৫ কবরের মাটি খোঁড়া, তিনটিতে নেই লাশ

জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২১ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে বৃহস্পতিবার রাতে পাঁচটি কবর খুঁড়ে তিনটি থেকে লাশের কঙ্কাল চুরি করেছে একদল চোর। শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি কবরস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় যুবক শাকিল জানান, শুক্রবার ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে কবরস্থানের পাঁচটি কবরের মাটি খোঁড়া দেখতে পান। পরে স্থানীয়দের ডেকে আনেন।
মুস্তাফিজুর রহমান নামে আরেকজন জানান, ওই কবরস্থানে তার স্ত্রীসহ পরিবারের অনেক সদস্যের কবর রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে চোরেরা পাঁচটি কবরের মাটি খুঁড়ে তিনটি কবর থেকে তার স্ত্রী ফরিদা রহমান, শাশুড়ি জোসনা বেগম ও তোফাজ্জল হোসেন নামে আরেকজনের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, ৯ আগস্ট রাতে একই উপজেলার চন্নাপারা এলাকায় কঙ্কাল চুরির সময় স্থানীয়রা এক চোরকে ধরে পুলিশে সোপর্দ করে।