আ’লীগ নেতা তুহিনের আয়োজনে ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত - Itihas24.com
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঈশ্বরদীমঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১


আ’লীগ নেতা তুহিনের আয়োজনে ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২১ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় শিল্প -বাণিজ্য উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন তুহিন ঈশ্বরদীর জয়নগর নিজস্ব বাস ভবনে কেক কাটা, দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠিত জন্মদিনের এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জালাল উদ্দিন তুহিন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে পথে এগিয়ে চলেছে। আমরা প্রধানমন্ত্রীর দীঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। তাঁর হাতে দেশের নেতৃত্ব থাকলে এদেশ উন্নত দেশে পরিণত হতে বেশি দিন সময় লাগবে না।
ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি ও পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইমরুল কায়েস দারার সভাপতিত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুলমত হায়দার, উপজেলা মৎস্যলীগের সহ-সভাপতি তৌফিকুজ্জামান রতন মহলদার,সলিমপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবুল কালাম সরদার,  সলিমপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলোক বিশ্বাস, সলিমপর ইউনিয়ন যুবলীগ নেতা কামাল বিশ্বাস, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম শাহরিয়ার কবির সেতু, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খালেদ হোসেন,পাকশী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সম্পাদক উমায়ুর নুর রায়হান,লক্ষীকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন রাজীব,সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা হৃদয় হোসেন,সলিমপুর ইউনিয়ন নেতা মেহেদী হাসান,ছাত্রলীগ নেত্রী ফারিয়া বিনতে কায়েশ নুরা সহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের প্রমুখ। সঞ্চালনা করেন পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সোহানুর রহমান সোহেল।