ঈশ্বরদী আলহাজ্ব স্কুলের ৯৬ ব্যাচের ছাত্র রাজন আর নেই » Itihas24.com
ঈশ্বরদী১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদী আলহাজ্ব স্কুলের ৯৬ ব্যাচের ছাত্র রাজন আর নেই

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২১ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

 

ঈশ্বরদীর আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৬ ব্যাচের ছাত্র আতিকুর রহমান রাজন (৪১) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্না–রাজিউন)।
রাজন ঈশ্বরদীর বাঘইল গ্রামের সাবেক শ্রমিক নেতা মরহুম আতাউল হকের দ্বিতীয় পুত্র।
রাজনের চাচাতো ভাই গোলাম রসুল জানান,  তিনি বেশ কিছুদিন পূর্বে করোনায় আক্রান্ত  হয়ে রাজনের  ফুসফুসে জটিলতা দেখা দিয়েছিল। বর্তমানে সে করোনামুক্ত হলেও  ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ায় সে  অসুস্থ হয়ে পড়ে। তাঁকে আবারো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

রাজন মৃত্যুকালে মা, স্ত্রী,দুই সন্তান, ভাই-বোন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads