ঈশ্বরদীর দাশুড়িয়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত » Itihas24.com
ঈশ্বরদী২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

 ঈশ্বরদীর দাশুড়িয়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৪, ২০২১ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও গুজব বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩রা সেপ্টেম্বর ) বিকাল ৪টায় উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড়ে বিট পুলিশিং এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর তার বক্তব‍্যে বলেন, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও গুজব বিরোধী প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশ পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছেন। আগামীতেও পুলিশি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সহযোগীতা কামনা করেন এই পুলিশ কর্মকর্তা।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন, আপনারা আমাদের সহযোগিতা করলে আমি আপনাদের সামনে মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটা উপজেলা হিসেবে তুলে ধরবো।
দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদারের সভাপতিত্বে এসময় বাংলাদেশ আওয়ামীলীগ দাশুড়িয়া ইউনিয়ন শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল আলম বাদশা মালিথা, ইউপি সদস্য ফিরোজ হোসেন বাকী, বিট ফিসার এসআই আঃ রাজ্জাক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সাগর সরদারসহ জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যাবসায়ী, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads