দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাকিম উদ্দিন হাকি (৬৫) নামে এক অটোচালক নিহত হয়েছে। এসময় নিহতের ছেলে শাকিল (১৫) গুরুতর আহত হয়। দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার হাটখোলা জননী পেট্রোল পাম্পের সামনে আজ মঙ্গলবার সকাল ৭টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাকি একই উপজেলার নিজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধান জানান, সকাল ৭টায় বাসা থেকে অটোরিকশা নিয়ে ছেলে শাকিলকে ১৬ মাইলে পৌঁছে দিতে রওনা দেন। পথিমধ্যে হাটখোলা পেট্রোল পাম্পের সামনে ঠাকুরগাঁও থেকে দিনাজপুরমুখী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে হাকিকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ৯টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি আটক করা হলেও চালক ও অন্যান্য যাত্রীরা পালিয়ে গেছেন। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।