ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঢাকাবৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর ২০২১

লালপুর থেকে ১২ ‘ইমো নম্বর হ্যাকার’ আটক

জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২১ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নাটোরের লালপুর ও বাগাতিপাড়া থেকে ১২জন ‘ইমো হ্যাকার’কে আটক করেছে পুলিশ। বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে লালপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে আটজন এবং বৃহস্পতিবার সকালে বাগাতিপাড়া থেকে চারজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘ দিন ধরে ‘ইমো হ্যাকার’ চক্রের সদস্যরা প্রবাসীদের টার্গেট করে ইমো হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। বিভিন্ন সময় পুলিশের হাতে আটক হলেও পুনরায় তারা এই কাজে জড়িয়ে পড়ে। সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে ইমো হ্যাক চক্রদের নিয়ে সংবাদ প্রকাশ হলে ১৯ সেপ্টেম্বর নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাইদ স্বপ্রণোদিত হয়ে পুলিশকে মামলা রেকর্ড করে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেন।

এ প্রেক্ষিতে লালপুর থানার এসআই হাসান তৈাফিক বাদি হয়ে পরদিন একটি মামলা রেকর্ড করে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে লালপুর থেকে আটজন ও বাগাতিপাড়া উপজেলা থেকে চারজনকে আটক করে।

প্রেস ব্রিফিংয়ে বড়াইগ্রাম সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, লালপুর থানার ওসি ফজলুর রহমানসহ অন্যন্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

error: Please Stop!!You can not copy this content becuase this site content is under protection. Thank You Itihas24 Developer Team