শিশুদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন।। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া কামনা করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস। তিনি বলেন, শেখ হাসিনার সময়ে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে অর্জিত হয়েছে আর্ন্তজাতিক পদক যা আমাদের জন্য গর্বের। প্রতিষ্ঠানের উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নিউ এরা ফাউন্ডেশনের উর্দ্ধতন কর্মকর্তা ও বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ জাতীয় চার নেতাসহ মহান স্বাধীনতা যুদ্ধে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ছোট শিশুদের নিয়ে কেক কাটা হয়।