ঈশ্বরদীতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ, অবস্থা আশংকাজনক » Itihas24.com
ঈশ্বরদী৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

 ঈশ্বরদীতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ, অবস্থা আশংকাজনক 

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২১ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে পৌর যুবলীগের ৯ নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীন ওরফে রুটি শাহীন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঈশ্বরদীর আলহাজ্ব মোড়ের বাঁশহাটের রমজানের সার্ভিসিং সেন্টারের সামনে দূর্বৃত্তরা শাহীনকে লক্ষ্য করে তিনটি গুলি ছুড়লে দুটি বুকে ও একটি হাতে লেগে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। শাহীন শহরের ইস্তা এলাকার আব্দুর রশিদের ছেলে। সে আলহাজ্ব মোড় বাঁশহাটের খাজনা আদায়কারী হিসেবে কাজ করেন।

আহত শাহীনকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় আলহাজ্ব মোড়ে বাঁশেরহাটে রমজানের গাড়ি সার্ভিসিং এর পাশে হেলমেট ও মুখে মাস্ক পরা এক ব্যক্তি শাহীনকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছুঁড়ে। গুলির শব্দ ও শাহীনের চিৎকারে লোকজন এগিয়ে এলে দূর্বৃত্ত দৌড় দিয়ে আলহাজ্ব টেক্সটাইল মিলের পরিত্যক্ত কোয়াটারের পিছন দিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads