ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
ঢাকামঙ্গলবার , ১৯ অক্টোবর ২০২১

সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৭ টাকা

SK Mohoshin
অক্টোবর ১৯, ২০২১ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

সয়াবিন তেলের দাম ফের বেড়েছে। বিশ্ববাজারে দাম বাড়ার কারণে দেশে ভোজ্যতেলের দাম লিটারে এক লাফে ৭ টাকা বাড়ানো হয়েছে।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়কে একথা জানিয়েছে বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতি।

এখন থেকে খুচরায় বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকায় বিক্রি হবে। আগের দর ছিল ১৫৩ টাকা।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও অপরিশোধিত পাম তেলের দাম বাড়ায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তেলের এই দাম নির্ধারণ করেছে সংগঠনটি।

এছাড়া পাঁচ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৭৬০ টাকায়, যা এতদিন ৭২৮ টাকা ছিল। এছাড়া খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৩৬ টাকা ও বোতলজাত পাম সুপার তেল ১১৮ টাকা দরে কিনতে পারবেন ক্রেতারা।

error: Please Stop!!You can not copy this content becuase this site content is under protection. Thank You Itihas24 Developer Team