মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ২০২১ এর ফাইনাল খেলায় ঈশ্বরদী উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।
২৩ অক্টোবর (শনিবার) বিকাল সাড়ে ৩টায় পাবনা এ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আটঘরিয়া উপজেলাকে ২-১ গোলে পরাজিত করে ঈশ্বরদী উপজেলা চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল। বিশেষ অতিথি ছিলেন পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন। সভাপতিত্ব করেন পাবনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মানজুরুল ইসলাম।
ঈশ্বরদী উপজেলা ফুটবল টিমের সার্বিক পৃষ্টপোষকতায় ছিলেন ঈশ্বরদী ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস।