লালপুরে নিখোঁজের চারদিন পর ধানক্ষেত থকে বাবলি (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী সাইদুল ইসলাম ও তার ছেলে ঈমনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার আব্দুলপুর কদমতলা মোড় এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। বাবলি ওই এলাকার বাবু মিয়ার মেয়ে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, শিশুটির ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।