আটঘরিয়া উপজেলার পৌরসভা ও ৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ২১ নভেম্বর দুপুরে দলীয় কার্যালয় থেকে আওয়ামীলীগের প্রার্থী ঘোষণা করা হয়।
আটঘরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম রতন,দেবোত্তর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাইম্মীন হোসেন চঞ্চল, চাঁদভা ইউনিয়নে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল, একদন্ত ইউনিয়নে মোঃ মহসিন আলী মোল্লা, লক্ষীপুর ইউনিয়নে শেখ আনোয়ার হোসেন, মাজপাড়া ইউনিয়নে ইন্তাজ আলী খান।
ইতিমধ্যে উপজেলার ১টি পৌরসভা ও ৫ ইউপিতে পুরোদমে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে।এবারের নির্বাচনে নৌকার প্রার্থী হতে পৌরসভা ও ৫ ইউনিয়নে ৪৭ জন দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, পৌরসভা ও চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।
বিজ্ঞাপন